ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থিত

পানিসম্পদকে সংরক্ষণ করতে হবে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যেভাবে জলবায়ুর অভিঘাতে আমাদের বেঁচে থাকার অবলম্বন জল, জমিন এবং জঙ্গল আক্রান্ত হচ্ছে তাতে আগামীতে আমাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তাই এই মুহূর্তে হতে আমাদের সবাইকে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। উপকূলের বিশেষ বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে পানি ব্যবস্থাপনাসহ ভূ-গর্ভস্থ এবং ভূ-উপরিস্থিত পানিসম্পদকে সংরক্ষণ করতে হবে। গত বুধবার খুলনার একটি অভিজাত হোটেলে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এবং কেয়ার-বাংলাদেশের সহায়তায় অধিপরামর্শ সভায় বক্তারা সব কথা বলেন। অধিপরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. তবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ। অধিপরামর্শ সভায় ধারণাপত্র পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ডা. শিবেন্দ্র শেখর শিকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শিক্ষক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আশিকুর আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও কেয়ার-বাংলাদেশের প্রোগাম ম্যানেজার তৈয়েব আলী প্রামানিক।