ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রোবটিক সার্জারি চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাবে

বিএসএমএমইউ ভিসি
রোবটিক সার্জারি চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাবে

আধুনিক চিকিৎসা সেবায় রোবটিক সার্জারি বিপ্লব ঘটাবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এতে গাইনিকোলজিক্যাল, ইউরোলজিক্যালসহ বিভিন্ন জটিল রোগের মুক্তি মিলবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক, অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের অর্থায়নে রোবোটিক সার্জারি এবং ডিজিটাল সার্জারিবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ডিজিটাল সার্জারি ও রোবটিক সার্জারিবিষয়ক কর্মশালা তারই অংশ। রোবটিক সার্জারি দেশের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। ইউরোলজিক্যাল ও গাইনোকোলজিক্যাল, কলোরেক্টাল, সার্জিক্যাল অনকোলজিসহ বিভিন্ন ধরনের জটিল রোগের নিখুঁত অপারেশন করা সম্ভব হবে। এর ফলে এ সকল রোগীদের আর দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না। তিনি আরো বলেন, রোবটিক সার্জারি চালুর জন্য প্রয়োজন প্রশিক্ষিত, দক্ষ চিকিৎসকসহ জনবল। এরইমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক চিকিৎসককে বিদেশ থেকে প্রশিক্ষণ করিয়ে আনা হয়েছে। বাকিদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। রোবটিক সার্জারিসহ এ ধরনের সর্বাধুনিক প্রশিক্ষণ দেওয়ার জন্য বিএসএমএমইউতে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এরইমধ্যে এর কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় ‘বাংলাদেশে রোবোটিক সার্জারি এবং ডিজিটাল সার্জারির চ্যালেঞ্জ ও সুবিধা’ শীর্ষক একটি প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত