রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু আহত দুই

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জানু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসক জানুকে মৃত ঘোষণা করেন। নিহত জানু কিশোরগঞ্জের তারাইল উপজেলার সেকান্দার নগর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন। সহকর্মী সিদ্দিক মিয়া ও শফিকুল ইসলাম জানান, তারা দিনমজুরের কাজ করেন।

সকাল থেকে ক্যান্টনমেন্টের ভেতরে নির্মাণাধীন ১৪ তলা একটি ভবনে পরিচ্ছন্নতার কাজ করছিলেন তারা। চতুর্থ তলায় নিরাপত্তার মাচানের ওপর উঠে ময়লা পরিষ্কার করার সময় সেখান থেকে তারা তিনজন নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিওয়া হলে চিকিৎসক জানুকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আলোকিত বাংলাদেশকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত বাবুল (৩৮) ও বিশু (৩৭) ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।