আতশবাজি ও ফানুস বন্ধের দাবি সচেতন নাগরিকদের
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইংরেজি নতুন বছরের প্রাক্কালে আতশবাজি ফুটানো ও ফানুস উড়ানো বন্ধের দাবি জানিয়েছে সচেতন নাগরিকবৃন্দ। সেইসঙ্গে তারা আইনের প্রয়োগ নিশ্চিত করা ও জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পিপলস ফর এনিমেল ফাউন্ডেশনের (পিএডব্লিউ) আয়োজনে আতশবাজি বন্ধ করুন- আতশবাজি হাজারও মৃত্যুর কারণ শিরোনামে এক মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা। পিপলস ফর এনিমেল ফাউন্ডেশনের (পিএডব্লিউ) সদস্য রাকিবুল হক এমিল বলেন, প্রতি বছর আনন্দের নামে যে আতশবাজি ফুটিয়ে উচ্চ শব্দ তৈরি করা হয় এ থেকে আমরা মুক্তি চাই। যারা আতশবাজি ফুটান তারাও কিন্তু নগরীর নাগরিক। তাদেরও পরিবারের কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়। তারাও চায়, তাদেরও দাবি। কিন্তু তারা কেয়ারলেস থাকে। যখন আমরা আনন্দ বিনোদন করি তখন যেনো অন্যের কথা মাথায় রাখি, সংবেদনশীল হই। এটাই আমাদের বড় চাওয়া। কারণ বিকট শব্দে আনন্দ প্রকাশ করা বর্বরতা। এই বর্বরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
মানববন্ধনে বক্তারা বলেন, আপনি যদি আপনার সন্তানকে আতশবাজি ও ফানুস কিনে না দেন তাহলে তো সে এসব ফুটাতে ও ওড়াতে পারবে না। এতে আপনার টাকা বেঁচে যাবে। এ সময় বক্তারা সরকারের কাছে আবেদন জানান, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যে কোটি কোটি টাকার আতশবাজি আমদানি করা হয়, সেটা যেনো অবিলম্বে বন্ধ করা হয়। আতশবাজি আমদানির টাকাটা দিয়ে আমরা অন্য ভালো কাজে ব্যয় করতে পারি। তারা আরো বলেন, নতুন বছরে অবশ্যই আনন্দ করব। কিন্তু আমাকে মনে রাখতে হবে আমরা আনন্দের জন্য যেনো অন্যের ক্ষতি না হয়, আমার আনন্দ যেনো অন্যের মৃত্যুর কারণ না হয়। ফানুস ও আতশবাজির কারণে রাজধানী ঢাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে সরকারের কিছুই করার থাকবে না। আতশবাজিতে শুধু বড় মানুষ নয়, শিশু ও বৃদ্ধরা ছাড়াও প্রাণী এবং পশুপাখিরাও ক্ষতিগ্রস্ত হয়।