২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২১-২২ অর্থবছরে এ সংখ্যা ছিল ২২ লাখ। গত বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনের সভাপতিত্বে বিমান বোর্ডের সদস্য ও শেয়ারহোল্ডাররা সেখানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ২০২২-২৩ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেকর্ড সংখ্যক (৩১ লাখ) যাত্রী পরিবহন করেছে। ২০২১-২২ অর্থবছরে এ সংখ্যা ছিল ২২ লাখ। এ সময়কালে বাংলাদেশে বিমানের আন্তর্জাতিক মার্কেট শেয়ার ছিল ২২ শতাংশ। বিগত অর্থবছরে বিমান ২১টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করেছে। সভায় বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে অনলাইন টিকেটিং, ওয়েব চেক-ইন, মোবাইল অ্যাপস, লয়্যালটি ক্লাবসহ অন্যান্য অনলাইন সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ডলারের মূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাভের ধারা অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।