নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতিও নিশ্চিত করতে হবে, মন্তব্য করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেন, বিগত দুটি জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা মুখী বিতর্ক থাকার কারণে নির্বাচন নিয়ে বিরোধীদলগুলোর আন্দোলনের পাশাপাশি বিগত ১ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য সরকারের প্রতি বার বার তাগিদ ও নানামুখী চাপ দিয়ে আসছে। শুধু তাই নয়, নির্বাচন গ্রহণ যোগ্য না হলে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভিসানীতিসহ শ্রম ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে। তাই আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে নিষেধাজ্ঞার জালে আবদ্ধ করে ফেলার সমূহ সম্ভাবনা আছে।

গতকাল শুক্রবার সকাল ১১টায় মতিঝিলস্থ ঢাকা মহানগর কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থী ও বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন দলের অতিরিক্ত মহাসচিব মো: ওমর ফারুক। প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জগদীশ সরকার, মো: মানুন পারভেজ ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী জেলা নেতৃবৃন্দ।