দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতিও নিশ্চিত করতে হবে, মন্তব্য করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেন, বিগত দুটি জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা মুখী বিতর্ক থাকার কারণে নির্বাচন নিয়ে বিরোধীদলগুলোর আন্দোলনের পাশাপাশি বিগত ১ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য সরকারের প্রতি বার বার তাগিদ ও নানামুখী চাপ দিয়ে আসছে। শুধু তাই নয়, নির্বাচন গ্রহণ যোগ্য না হলে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভিসানীতিসহ শ্রম ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে। তাই আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে নিষেধাজ্ঞার জালে আবদ্ধ করে ফেলার সমূহ সম্ভাবনা আছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় মতিঝিলস্থ ঢাকা মহানগর কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থী ও বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন দলের অতিরিক্ত মহাসচিব মো: ওমর ফারুক। প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জগদীশ সরকার, মো: মানুন পারভেজ ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী জেলা নেতৃবৃন্দ।