সিলেট সীমান্ত
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সিলেট জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন। বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই যুবক ভারতের অভ্যন্তরে চিনির চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। তার মরদেহ স্বজনরা নিয়ে এসেছেন। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এদিকে, ঘটনাটি জানতে পেরে গোয়াইনঘাট থানা পুলিশ নিহত ওই যুবকের বাড়িতে যায়। তবে নিহত যুবকের মরদেহ স্বজনরা সরিয়ে নিয়েছেন বলে স্থানীয়রা জানান।