রংপুর-৪
আ.লীগ বিপুল ভোটে জয়ী হবে
পীরগাছায় বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এটাই কারো কারো চোখে ভালো লাগছে না। বিএনপি-জামায়াত ভোট নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় বোমাবাজি করছে। তারা ট্রেনে আগুন দিয়ে মা-মেয়েকে একসাথে পুড়িয়ে মেরেছে। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ২০২৬ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আজকের বাংলাদেশ ভারতের থেকে মাথাপিছু আয় বেশি, গড় আয়ু বেশি। আশপাশের সবগুলো দেশের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। যে শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। যাদের কাছে পাকিস্তান প্রিয়। তারা এই উন্নতিটা পছন্দ করছে না। ’৭১-এর যুদ্ধ ছিল একটা। আগামী ৭ তারিখ কিন্তু আরেকটা যুদ্ধ। এই যুদ্ধেও আওয়ামী লীগ জয়ী হবে। আমেরিকা চ্যালেঞ্জ করে বলেছে- এই ভোটে মানুষের উপস্থিতি হবে না, মানুষ ভোট দিতে যাবে না। এই যুদ্ধটা একই পরাশক্তি আমেরিকা, একই শক্তি জামায়াত-বিএনপির বিরুদ্ধে। এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করে আরেকটা যুদ্ধে জয়ী হতে হবে। নির্বাচনি দিন ঘনিয়ে আসায় বেশ উত্তাপ ছাড়াছে রংপুর-৪ আসনের ভোটার ও সাধারণ মানুষের মধ্যে। প্রচার-প্রচারণা আর সভাগুলোতে ব্যাপক নারী-পুরুষের উপস্থিতি ভোটের আমেজকে আরো চাঙা করে তুলছে। রংপুর-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, হারাগাছের শিল্পপতি মোস্তফা সেলিম বেঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত রংপুর জজকোর্টের আইনজীবী সহকারী (মুহরি) সিরাজুল ইসলাম পাটোয়ারী। তিনজন প্রার্থীর মধ্যে টিপু মুনশি ও মোস্তফা সেলিম বেঙ্গল হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমজমাট প্রচারণা চালাচ্ছেন।
নৌকা প্রতীকের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আর লাঙ্গল প্রতীকের মোস্তফা সেলিম বেঙ্গল সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন। টিপু মুনশির আশা, গত নির্বাচনে ২ লাখ ভোট পেয়েছিলেন, ৭ জানুয়ারি এর চেয়ে বেশি পেয়ে জয়লাভ করা। আর মোস্তফা সেলিম বেঙ্গল ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি পুরুষ ভোটারের পাশাপাশি নারী ও তরুণ ভোটারদের কাছে জয়প্রিয় হয়ে উঠছেন। তবে বাণিজ্যমন্ত্রীর সাম্প্রতিক সময়ের কিছু বিতর্কিত বক্তব্যের কারণে ভোট চাইতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন তৃর্ণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর এসব বক্তব্যকে কাজে লাগিয়ে নারী-পুরুষকে আকৃষ্ট করছেন জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল।