রংপুরে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও নির্বাচন কমিশনের অধীনে থেকে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সবাইকে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। গাফিলতির জন্য এ বাহিনীর সুনাম যাতে নষ্ট না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।’
গতকাল বিকালে রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম এসব কথা বলেন। মতবিনিময় সভার শুরুতে তিনি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং আনসার বাহিনীর বীর শহীদ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় তিনি উপস্থিত আনসার-ভিডিপি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সবার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। =