রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু করেছে তারবিয়াহ আইডিয়াল স্কুল। গত শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুগোপযোগী আধুনিক শিক্ষার পাশাপাশি যথাযথ নৈতিক এবং ধর্মীয় শিক্ষার অভাবে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব তৈরি হচ্ছে না। ইসলামি অনুশাসন ব্যতীত ভিনদেশি সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের যথাযথ বিকাশ সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই ইসলামী ব্যক্তিত্ব।