কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে প্রতিবছর সিজিএফডব্লিউএ কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন জোন ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়ে থাকে। কোষ্ট গার্ড জানায়, প্রতিবছরের ন্যায় দুই জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর অধীনস্থ মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মুসলিমা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, গরিব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এলাকাসমূহে কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।