ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পৃথিবীতে বহু সম্মানিত লোক অপরাধ করায় শাস্তি পেয়েছেন

বললেন পররাষ্ট্রমন্ত্রী
পৃথিবীতে বহু সম্মানিত লোক অপরাধ করায় শাস্তি পেয়েছেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে বহু সম্মানিত লোক আছেন যারা ক্রাইম (অপরাধ) করেন, শাস্তিও পান। আমাদের ড. মুহাম্মদ ইউনূসও ক্রিমিনাল কাজ (অপরাধ) করেছেন। মোমেন বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ, তিনি নোবেলবিজয়ী। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। আমি যেটা জানি- তিনি তার শ্রমিকদের টাকা দেননি, ওদের তিনি ঠকিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে জাজমেন্ট (রায়) হয়েছে। সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোমেন গত মঙ্গলবার রাতে সিলেট মহানগরের ধোপাদিঘিরপাড় প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি (ইউনূস) আইনি লড়াই করার, যুক্তিতর্কের সুযোগ পেয়েছেন। এরপরও এভিডেন্সের বেসিসে আইন অনুযায়ী তার বিচার হয়েছে। কোর্টের (আদালতের) ব্যাপার। এতে বাংলাদেশের কোনো অসুবিধা হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান দেয়। প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, প্রকাশক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত