ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

প্রফেসর আমিনুল ইসলাম নিযুক্ত

প্রফেসর আমিনুল ইসলাম  নিযুক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. একেএম আমিনুল ইসলাম গত সোমবার আগামী দুই (২০২৪-২৫) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, সীড সায়েন্স ও টেকনোলজী ইউনিটের প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রফেসর ইসলাম মালয়েশিয়ার ন্যাশানাল ইউনিভার্সিটি থেকে ক্যামিকেল অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি এবং পোস্টডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে দেশের ধান, সবজি, তেল ও ডাল জাতীয় ফসলের জাত উন্নয়নে একক এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি এ পর্যন্ত বিভিন্ন ফসলের ২৩টি জাত উদ্ভাবন করেছেন যা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা চাষাবাদ করছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৫০টিরও বেশি প্রকাশনা রয়েছে। তিনি দুই মেয়াদে ‘প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স সোসাইটি অব বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ছিলেন এবং দুই মেয়াদে ‘জাইকা এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সেমিনার অ্যান্ড রিসার্চ সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত