৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নানাভাবে তাৎপর্যপূর্ণ

অ্যাডভোকেট নূরুল ইসলাম খান

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাক, এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক।

গতকাল বুধবার সকালে গেন্ডারিয়াস্থ নিজ বাসভবনে নববর্ষের শুভেচ্ছা জানাতে আসা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ইসলামী গণতান্ত্রিক পার্টির আরো বলেন, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নানাভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নির্বাচনকে ঘিরে অংশগ্রহণকারী দলের নেতা কর্মীদের মধ্যে যে শোরগোল চলছে, সে তুলনায় সাধারণ মানুষের মাঝে ভোট নিয়ে তেমন আগ্রহ জন্মেছে বলে মনে হয় না। তবে আগামী ক’দিনে সরকার, নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী দলগুলো যদি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সে পরিবেশ তৈরি করতে পারে তাহলে সাধারণ মানুষ নির্বাচনে আগ্রহী হবে। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, মামুন পারভেজ, জগদীশ সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর।