বশেমুরকৃবি’তে পিডিএফ গবেষণা অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জিআইএফএস-এর বঙ্গবন্ধু গবেষণা চেয়ারের পোস্ট-ডক্টরাল ফেলোদের (পিডিএফ) গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জিআইএফএস-বিএআরসি-বশেমুরকৃবি-এর পারস্পরিক সহযোহিতার অংশ হিসেবে এ বছর চারজন গবেষক পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে বিএআরসি-এর মনোনয়ন পেয়েছেন, যারা কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।