ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুয়াশায় শীতলক্ষ্যা নদীতে বিপাকে মাঝিরা

কুয়াশায় শীতলক্ষ্যা নদীতে বিপাকে মাঝিরা

গতকাল বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নৌকার মাঝিরা। নদীর এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না। অনেকেই মাঝ নদীতে হারিয়ে যাচ্ছেন। অনেক মাঝি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা নদীর ভেতর ঘুরে বেড়াচ্ছেন অথচ পাড় খুঁজে পাচ্ছেন না। মাঝেমধ্যে ডাক দিচ্ছেন ‘কেউ আছেন, আমি পাড় খুঁজে পাচ্ছি না’ আবার কেউকে নদীর পাড় থেকে ডাকছে ‘এই যে এদিকে সোজা চলে আসেন’। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডেমরা শীতলক্ষ্যা নদীর চনপাড়া থেকে নোয়াপাড়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক ও মিল-কারখানার মানুষগুলো। ভোর থেকেই নদী পারাপার হয়ে তারা কর্মস্থলে যান। অথচ আজ ঘন কুয়াশার কারণে নদী পার হতে পারছেন না। নৌকার মাঝি আনোয়ার হোসেন জানায়, ভোর থেকেই নদীতে অনেক কুয়াশা কাছ থেকেই কিছু দেখা যায় না। তাছাড়া নদীতে কুয়াশা একটু বেশি থাকে যেই কারণে যাত্রী নিয়ে নদী পার হতে একটু কষ্ট হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই মাঝনদীতে পথ হারিয়ে ফেলছে, কেউ কেউ আবার অনেকটা সময় নদীতে নৌকা নিয়ে ঘুরে একই ঘাটে ফিরে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত