বাবুবাজার ব্রিজের সামনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন শাহজামান। অফিসের কাজে যেতে বের হয়েছেন। শাহবাগ যাবেন। কিন্তু কাঙ্ক্ষিত বাস পেতে সময় লাগে তার। গণপরিবহন কম থাকলেও রাজধানীর প্রবেশদ্বার বাবুবাজার ব্রিজে হরতালের তেমন প্রভাব নেই। গতকাল শনিবার ভোর ৬টা থেকে ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি দেয় দলটি। যা চলবে আগামীকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত। বাবুবাজার ব্রিজে দেখা যায়, সড়কে মানুষের উপস্থিতি কম। গণপরিবহনও কিছুটা কম। তবে অনেকে এই পথ দিয়ে রাজধানীর দিকে যাচ্ছে। মূলত বাবুবাজার ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ যানবাহন। পুলিশ বলছে, আমরা যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান করছি। গণপরিবহন আছে সড়কে। সড়কে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে প্রস্তুত আমরা।