ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা পালন

রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা পালন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৮ জেলার ৪৬৬৮টি ভোট কেন্দ্রে আনসার-ভিডিপির ৫৬০১৬ জন সদস্য, সদস্যারা ভোটগ্রহণে সহায়তা, আইন-শৃঙ্খলা রক্ষা করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলামের নির্দেশক্রমে রংপুর বিভাগের আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টরা সংসদ নির্বাচনের জন্য আনসার-ভিডিপি সদস্যদের শারীরিক যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃতদের মধ্যে প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্লাটুন কমান্ডার, একজন করে সহকারী প্লাটুন কমান্ডার, ৮ জন পুরুষ লাঠিসহ ও চারজন মহিলা আনসারসহ মোট ১২ জন করে আনসার-ভিডিপির ৬ দিনের দায়িত্ব পালনের জন্য অঙ্গীভূত করেন। জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৮ জেলার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণকালে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহায়তা করেন। ভোট গ্রহণকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম পিভিএমএস, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, রংপুর জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান, রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান, রেঞ্জের সিএ মাহবুব উজ জামান, জেলার সিএ মোঃ রাসেল আহমেদ, রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলীসহ উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলোতে আনসার-ভিডিপির দায়িত্ব-কর্তব্য দেখার জন্য পরিদর্শন ও তদারকীয় পালন করেন। এছাড়া ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখায় ব্যাটালিয়ন আনসার সদস্যরা মোবাইল স্ট্রাকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত