ঢাকা ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুয়েট ভিসির অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুয়েট ভিসির অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভিসি অধ্যাপক ড. এম হাবিবুর রহমান।

গতকাল সকালে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি আরো উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব, অকৃত্রিম দেশপ্রেম এদেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ধারা অব্যাহত রাখতে এবং একটি উন্নত ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে ইতিহাসে এক মাইলফলক ও অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত