বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী জানিয়েছেন, এ বিভাগে ভোট দেওয়ার হার ৪২.৫৩ শতাংশ, যা এখন পর্যন্ত সবক’টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি। গত রোববার রাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন প্রদান আয়োজনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বরিশাল বিভাগের নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা নির্বাচনের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করব বলে উল্লেখ করেছিলাম। আমরা সুষ্ঠু ভোটের প্রত্যয়ও ব্যক্ত করেছিলাম। পরে সবমিলিয়ে বরিশাল বিভাগের জনগণ ভোট দিতে ভোটকেন্দ্রে গিয়েছে। তিনি আরও বলেন, বিভাগের ২১টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়নি। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এর পেছনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।