ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আবারো প্রাণচঞ্চল হয়ে উঠছে ঢাকা

আবারো প্রাণচঞ্চল হয়ে উঠছে ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই ঢাকা ছেড়েছিলেন। ভোট শেষ হওয়ার পর আবার ফিরতে শুরু করেছেন তারা। এরইমধ্যে খুলেছে অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত রোববার ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। এমনকি ভোটের পরদিন গতকাল সোমবারও রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। সাধারণত ঈদের ছুটি ছাড়া এমন চিত্র সচরাচর চোখে পড়ে না।

গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজধানীর শ্যামলী, গাবতলী, মিরপুর রোড, কলাবাগান, কাওরান বাজার, বাংলামোটর, ফার্মগেটসহ আশপাশের এলাকায় গাড়ির চাপ রয়েছে। সিএনজি চালিত অটোরিকশ, রিকশার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের আধিক্য রয়েছে রাস্তায়। সকাল থেকে অফিস এলাকাগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। বিজয় সরণি এলাকায় আরিফুর রহমান রাব্বি বলেন, ‘অফিসে যাচ্ছি। বাইক নিয়ে জ্যামে আটকে আছি।’ ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছে, গত তিন দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ঢাকার নগরজীবন আবারো প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সকাল থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলের দিকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ছুটেছে নানা বয়সি শিক্ষার্থী। রাজপথসহ বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। টেকনিক্যাল পুলিশ বক্সের পুলিশ সার্জেন্ট ফারুক হোসেন জানান, গত কয়েক দিনের চেয়ে আজ গাড়ির চাপ কিছুটা বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত