ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় বঙ্গবন্ধু ম্যুরালে চার এমপির শ্রদ্ধা

কুমিল্লায় বঙ্গবন্ধু ম্যুরালে চার এমপির শ্রদ্ধা

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর ও সিটি কর্পোরেশন) আসন থেকে নির্বাচিত টানা চতুর্থবারের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জেলার তিনজন এমপি। গত সোমবার কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ঈগল প্রতীকের বিজয়ী প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত ঈগল প্রতীকের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে কেটলি প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এম এ জাহেরকে সঙ্গে নিয়ে আ ক ম বাহাউদ্দীন বাহার নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মহানগর আওয়ামী লীগ, মুরাদনগর, দেবীদ্বার ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর এমপি বাহার বলেন, নবনির্বাচিত তিন এমপিই আওয়ামী পরিবারের সদস্য। তারা দীর্ঘ সময়ের দলের পরীক্ষিত নেতা। কিন্তু বিগত সময়ে তাদের এলাকায় যারা দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তারা আজকের নবনির্বাচিতদের যথাযথ মূল্যায়ন করেননি। প্রথমবারের মতো নির্বাচিতদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের গভীর সম্পর্ক ছিল। সে কারণে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। তারা জয়ী হয়ে আমাকে ফুল দিতে এসেছিলেন। আমি তাদেরকে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়েছি। এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা শ্রেণিপেশার মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, এখানে (জেলা আওয়ামী লীগ কার্যালয়) বঙ্গবন্ধুর ম্যুরাল ছিল না। ২০১৭ সালের আগে এখানে চেয়ারে বঙ্গবন্ধুর ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো। পরে তিনি দৃষ্টিনন্দন করে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ভবন নির্মাণ করেন এবং সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করেন। সেই থেকে এখানেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনসহ দলের বিভিন্ন দিবসে আমরা বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। আজ আমাকে যারা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন সেই ফুল আমি জাতির জনকের ম্যুরালে অর্পণ করলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত