বরিশাল ল’ কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় কলেজ সভাপতি, অধ্যক্ষসহ ছয়জন আহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল বুধবার দুপুরে নগরীর জেলা জজ আদালতের সামনের সড়কে বরিশাল আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি হয়। এ সময় বক্তারা এ ঘটনাকে ন্যক্কারজনক দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ফাইজুল হক ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চলনায় বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুস, মুনসুর আহমেদ, দিলিপ কুমার ঘোষ, হিরন কুমার দাস মিঠু, মজিবুর রহমান, কাইয়ূম খান কায়ছার, রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট গোলাম সরেরায়ার রাজিব, অ্যাডভোকেট মামুন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ল’ কলেজের কার্যকরী পরিষদের সভাপতি ও অধ্যক্ষসহ শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে আজ আইনজীবীরা বিক্ষুব্ধ। যে সন্ত্রাসীরা ওই হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নয়তো আইনজীবীরা কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।