ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন

শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলমান থাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক গত মঙ্গলবার ও গতকাল বুধবার রংপুর বিভাগের আটটি এবং রাজশাহী বিভাগের জয়পুরহাটসহ সর্বমোট ৯টি জেলায় দুস্থ এবং শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। আইএসপিআর জানায়, দুই দিনে সর্বমোট পাঁচ, ২০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৭০০ জন দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত