সবুজবাগে বাক-প্রতিবন্ধী টেম্পো চালককে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগে নাদিম হোসেন (২৮) নামে এক বাক-প্রতিবন্ধী টেম্পো চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে। গত বুধবার দিবাগত রাতে সবুজবাগের বাসাবোতে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, এলাকার চিহ্নিত মাদক সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। ডিএমপির সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) সোলাইমান গাজী এ সব তথ্য জানান। কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালামাহিদ্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে নাদিম। সবুজবাগের ওহাব কলোনিতে পরিবার নিয়ে থাকতেন। এক ছেলের জনক ছিলেন তিনি। নিহতের ভাই মো. শাহিন বলেন, ‘নাদিমকে গত বুধবার দুপুরে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পাশের কাজী গলির একটি নির্মাণাধীন খালি ভবনে এলাকার চিহ্নিত মাদক সন্ত্রাসী রাব্বি, কাওসার, গাজীসহ ৮ থেকে ১০ জন তাকে আটকে রাখে। সেখানে মারধর এবং কুপিয়ে আহত করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন, চেন, টাকা-পয়সা নিয়ে মসজিদ ও মাদ্রাসা গলিতে ফেলে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে, পুলিশ ও আমাদের খবর দেয়। আমরা গিয়ে নাদিমকে মৃত অবস্থায় পাই।’ সোলাইমান গাজী বলেন, ‘গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাসাবো আকসা মসজিদ ও মাদ্রাসা গলির রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই টেম্পো চাকল। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।