বরিশালে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

শেবাচিমে শিশু ওয়ার্ডে ১০ গুণ রোগী

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

চলতি মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তাই হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে। এ কারণে বরিশালে শিশু ও বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে গত কয়েক দিন ধরে ধারণক্ষমতার ৭ থেকে ১০ গুণ রোগী চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি আশঙ্কাজনকভাবে বেড়েছে বৃদ্ধ রোগীর সংখ্যাও। শয্যা সংকট থাকায় তাদের মেঝেতে শুইয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেওয়া হচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। এমন বিরূপ আবহাওয়ার কারণে সব চেয়ে বেশি বিপাকে পরেছেন শ্রমজীবীসহ ছিন্নমূলরা। বিকাল পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হয়নি। ফলে অন্যান্য দিনের তুলনায় দোকানপাট কম খুলেছে। স্বাভাবিকভাবে জনসাধারণের উপস্থিতিও ছিলো সীমিত। এদিকে শীতে ঠান্ডাজনিত রোগে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে গত বৃহস্পতিবার ধারণ ক্ষমতার ৭ গুণ বেশি শিশু চিকিৎসাধীন ছিল। এরপর শুক্র ও শনিবারও বেড়েছে শিশু ওয়ার্ডের রোগীর সংখ্যা। এর বাইরে বহির্বিভাগেও প্রতিদিন সেবা নিচ্ছেন দুই থেকে তিন শতাধিক শিশু। শেবাচিম পরিচালক বলছেন, নানান সংকটের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় শিশুদের সুস্থ রাখতে গরম কাপড়ে শিশুদের আবৃত রাখাসহ অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে।