ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৪৮ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন

৪৮ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন

৪৮ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গতকাল রোববার বিকালে আরপিএমপি হলরুমে পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান সংবাদ সম্মেলন করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ১২ জানুয়ারি রাত সাড়ে ১০ দিকে পরশুরাম থানাধীন পরশুরাম মৌজাস্থ চিলারঝাড় থেকে শেখটারীগামী পাকা রাস্তার অনুমান ১ কিলোমিটার পশ্চিম পাশে কেয়ার দোলার জনৈক মোঃ আক্তারুজ্জামান, চাষকৃত কৃষি জমিতে একজন অজ্ঞাতনামা বক্তির লাশ উদ্ধার করা হয়। সেই সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত, সুরতহাল, ময়না তদন্তসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নপূর্বক অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে একটি খুন মামলা রুজু হয় যা পরশুরাম থানার মামলা নং-৪/৪, তারিখণ্ড১২/০১/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

তিনি বলেন, উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে আজ রোববার ভোর রাতে মোঃ সম্রাট (৩৫), মোঃ বকুল মিয়া (৫২), মোঃ আশরাফুল ইসলাম (৩৮), মোঃ ইউসুফ আলী (৩৭) গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত এক সপ্তাহ পূর্বে ধৃত আসামিরা মমলার মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা নেয়ার জন্য পরিকল্পনা করে প্রথমে রংপুর জেলার কোতোয়ালি (সদর) থানাধীন লাহিরীর হাটে নিয়ে যায়। কিন্তু সেখানে মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে হত্যার করার চেষ্টা ব্যর্থ হয়। এরপর মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে আবারো হত্যা করে তার রিকশা নেওয়ার উদ্দেশ্যে গত বুধবার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত সন্ধ্যা অনুমান ৭ দিকে নতুন বেতারের পাশে মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে চায়ের সাথে ঘুমের ওধুষ খাইয়ে রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় পরশুরাম থানাধীন বুড়াইল বাজার চিলারঝাড় গ্রাম্য রাস্তার প্রায় হাফ কিলোমিটার পশ্চিম পাশে কয়ার দোলায় ফাঁকা জমিতে নিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়ে অচেতন অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে প্রথমে গলা কেটে এরপর মাথা, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। তিনি আরো বলেন রংপুর মহানগরীত কয়েকটি মোটরসাইকেল চুরি হওয়ায় চোরচক্র নেতা এনামূল হক ও সাদাদাম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আরপিএমপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত