১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৩ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. শামীম (৩৭)। গত শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৪। র্যাব জানিয়েছে, শামীম মাদক সম্রাট। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনি। শামীম দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে। শামীম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। আসামি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফসহ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রয় করতেন। তাকে ২০১০ সালের ৩ মার্চ যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল র্যাব। সেই ঘটনায় মাদক মামলা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি র্যাবকে জানিয়েছে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ ১৩ বছর পলাতক ছিলেন।