পুরান ঢাকায় সাকরাইন উৎসব পালিত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পৌষের বিদায়ক্ষণ ছিল গতকাল। বারো মাসে তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিতে উদযাপিত হয়েছে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন। গতকাল রোববার সকাল থেকেই পুরান ঢাকায় বাসাবাড়ির ছাদে সূর্যোদয় থেকে চলেছে ঘুড়ি উড়ানোর উৎসব। তা চলেছে মধ্যরাত পর্যন্ত। সরেজমিন দেখা যায়, সূর্যের আলো যখন মেলে উঠে, তখনই আকাশে উড়তে শুরু করে ঘুড়ি। বাসা-বাড়ির ছাদে নামে কিশোর-কিশোরীদের ঢল। শুরু হয় হৈ-হুল্লোড়।

আকাশে দেখা দিতে থাকে চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গ ইত্যাদি নামের ঘুড়ি। শুরু হয় নিজের ঘুড়িকে সর্বোচ উপরে উঠার প্রতিযোগিতা। চলে ঘুড়ি কাটাকাটির লড়াই। সকাল থেকেই ধোলাইখাল নিজ বাসার ছাদে ঘুড়ি উড়াচ্ছেন রাজিয়াসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। সবাই নিজেদের ঘুড়ি উড়ানোয় ব্যস্ত। অন্যের ঘুড়ি কাটার জন্য রাজিয়ার মতো চেষ্টা করছেন তারা বাবা, বড় ভাইসহ অন্যরাও। যখনই তাদের মধ্যে কেউ অন্যের ঘুড়ি কাটছেন সবাই হৈ-হুল্লোড় করে গানের সঙ্গে নাচানাচি করছেন। আবার তাদের কারো ঘুড়ি কেটে গেলে মন খারাপ না করে দ্রুত ঘুড়ি উড়াতে দেখা যায়। এই ঘুড়ি কাটাকাটির খেলা সকাল থেকে শুরু হয়ে থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এদিকে গত শনিবার রাত থেকেই পুরান ঢাকার অলিগলি রূপ নিয়েছিল উৎসবের আমেজে। সাকরাইন উপলক্ষ্যে সব বয়সের যুবক-যুবতীরা সেজেগুজে বাহারি অলংকার পরে সহপাঠীদের নিয়ে যাচ্ছে আত্মীয়-স্বজনের বাড়িতে। অনেকে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন নিজেদের মতো সময় কাটানোর জন্য। পুরান ঢাকার কলতাবাজারের স্থানীয় বাসিন্দা ওসমান গনি বলেন, সাকরাইন মূলত পৌষসংক্রান্তি উৎসব।