তরুণ প্রকৌশলীদের সরকারি আইন-কানুন, নীতি ও অনুশাসন মেনে কঠোর কর্তব্যপরায়ণতা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। গতকাল ‘সবুজ ও নির্মল জ্বালানি : টেকসই বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১৮ ও ১৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৯০ জন প্রকৌশলীর উদ্দেশে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ সংযোগ দেয়ার পূর্বে প্রতিটি ভবনের জন্য সোলার প্যানেল স্থাপনের যে বাধ্যবাধকতা রয়েছে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। তরুণ প্রকৌশলীদের সারাক্ষণ অফিসকেন্দ্রিক হয়ে গেলে চলবে না। মাঠে নেমে এলাকায় সঠিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনাসহ ভবনকেন্দ্রিক সোলার প্যানেল স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি ভবনে সোলার প্যানেল স্থাপন করতে পারলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। এছাড়া মাঠপর্যায়ে বিদ্যুৎ সংযোগ প্রদান, মিটার স্থাপন, বিল তৈরি ও বিল পরিশোধ কার্যক্রমে মানুষের জন্য সহজ সেবা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান জাদুঘর জানায়, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী ত্বহা হোসাইন ও শাফিন ইনতিসার। এছাড়া বক্তব্য প্রদান করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিউল আলম। সেমিনারে অংশগ্রহণকারীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে সবাই জাদুঘরের নান্দনিক স্থাপনা ও বিভিন্ন গ্যালারি পরিদর্শন করে।