ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ব্যবসা

মাদকসহ আটক পাঁচ
রংপুরে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ব্যবসা

রংপুর নগরীতে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল সোমবার বেলা ১২টায় ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন চারতলা মোড়স্থ জনৈক এসএম মীর কাশেমের ৬ তলার বিল্ডিং ও উক্ত বিল্ডিংয়ের ছাদে টুইন রুফটপ হোটেলে ডিবির একটি চৌকষ দল অভিযান পরিচালনা করেন। সেখানে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ব্যবসার মাদক কারবারি পাঁচজনকে আটক করা হয় ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে উক্ত বিল্ডিংয়ের পঞ্চম তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে মাদক ক্রয়-বিক্রয়কালে আসামি নগরীর আলমনগরের এসএম মীর কাশেমের ছেলে এসএম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন (৫১), নাগেশ্বরী কুড়িগ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৩২), পার্কের মোড়ের মৃত জাহিদুলের ছেলে মোঃ সামিউল আলম ওরফে রতন ধর্মদাস মিলনপাড়ার মৃত কোরবান আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন (৩৫), পূর্ব শালবনের আব্দুল মালেক ব্যাপারীর ছেলে মোঃ শিপন মিয়া (২৭) তাদের পাঁচজনকে রংপুর মহানগরীর চারতলা থেকে আটক করা হয়। উপ-পুলিশ কমিশনার জানান, নিজ বাড়ির ছাদে রেস্টুরেন্ট হওয়ায় এসএম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন (৫১) তার বাসায় মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিল রেখে লোক চক্ষুর আড়ালে দীর্ঘদিন থেকে খুব সহজে এবং চতুরতার সাথে মাদক ব্যবসা চালিয়ে আসছে। রেস্টুরেন্টে প্রতিনিয়ত লোকজন আসা যাওয়ার কারণে তিনি সন্দেহের আড়ালে থাকতেন। ধৃত আসামিদের সাথে রংপুর মহানগরীর বা অন্য কোনো মাদক সিন্ডিকেটের সাথে যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত