কেরানীগঞ্জে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলা
প্রধান আসামি রাব্বিসহ ১২ জন গ্রেপ্তার
পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর বন্ধুর নির্যাতনে বন্ধু খুন ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের মূল হোতা রাব্বিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আফতাব উদ্দিন রাব্বি, সজীব, রাজীব, হীরা, ফিরোজ, আলমগীর ঠান্ডু, আমির, রনি, দেলোয়ার দেলু, শিপন, মাহফুজ ও মো: রতন শেখ। গতকাল বুধবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (পিপিএম বার)।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরপরই গত ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে আফতাব উদ্দিন রাব্বি তার বন্ধু রাসেলকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৈলঘাটে পারভিন টাওয়ারের নিচ তলায় তার নিজ অফিসে ডেকে নিয়ে যায়। রাসেল রাব্বির অফিসে হাজির হলে সেখানে উপস্থিত রাব্বির অন্যান্য বন্ধুরা রাব্বির নেতৃত্বে রাতভর রাসেলকে এলোপাথাড়িভাবে লাঠিসোঠা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড মারধর করে মারাত্মক জখম করে এবং কেচি দিয়ে রাসেলের মাথার চুল কেটে দেয়। নির্যাতনের একপর্যায়ে রাত ২টার দিকে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাব্বির নির্দেশে চার থেকে পাঁচজন লোক রাসেলকে অজ্ঞান অবস্থায় তার বাসায় পৌঁছে দেয় এবং রাসেলের স্ত্রীকে এ বিষয়ে থানা পুলিশ বা কাউকে ঘটনার বিষয়ে না জানানোর জন্য হুমকি প্রদান করে আসামিরা চলে যায়। রাসেল মারা যাওয়ার পর রাব্বির অফিসে নিহত রাসেলকে নির্যাতনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য ও দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আফতাব উদ্দিন রাব্বিকে প্রধান আসামি করে ১৩ জন এজাহারনামীয়সহ আরো অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।