আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল

মিরপুরে প্রথম পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, মিরপুর-এর ডক্টর’স ক্লাবের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় আয়োজিত প্রথম পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, মিরপুর-এর মেডিকেল অফিসার, নার্স, প্রশাসনিক স্টাফ ও পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুরি বোর্ডের সিদ্ধান্তে নির্বাচিত সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আহ্ছানিয়া মিশন জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ. এফ. এম গোলাম শরফুদ্দিন এবং সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, মিরপুর-এর পরিচালক কাজী ফরহাদ আলভী।

উৎসব মুখর ও প্রাণবন্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, হাসপাতালের উপ-পরিচালক এবং ডক্টর’স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুব্রত মিস্ত্রী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাঃ সেলিনা আক্তার সেন্সি। শীতের সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের কনসালটেন্ট এবং ডাক্তাররা সস্ত্রীক অংশ নেন। এছাড়া নার্স, টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, পেশেন্ট কেয়ার এটেনডেন্ট-সহ সর্বস্তরের স্টাফ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যের পর পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। প্রথমেই লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় ডাঃ নাহিদ সুলতানা কে। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে মেডিকেল অফিসার, বেস্ট নার্স স্টাফ, বেস্ট পি.সি.এ, বেস্ট স্টাফ ও বেস্ট ক্লিনার কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.এফ.এম গোলাম শরফুদ্দিন তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্যে হাসপাতালের বিভিন্ন স্তরের পুরস্কার প্রাপ্ত ডাক্তার, নার্স ও স্টাফদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে সকলের পেশাদার চিকিৎসা সেবার পাশাপাশি মানবিক সেবা প্রদানের মাধ্যমে এই হাসপাতালকে একটি অনন্য মানবিক প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগী হবেন। সভাপতির বক্তব্যে কাজী ফরহাদ আলভি মাঘের এই হিমেল ঠান্ডায় রুফটফ গার্ডেনে কনসালটেন্ট, ডাক্তার এবং তাদের স্পাউস বাচ্চাসহ হাসপাতালের সকল স্টাফদের নিয়ে প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডাঃ সুব্রত মিস্ত্রিকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন পুরস্কার প্রাপ্ত স্টাফরা স্বতঃস্ফূর্ততা, একনিষ্ঠতা এবং আন্তরিকতার সাথে তাদের স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের সুনাম বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ডক্টর’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর উপস্থিত ডাক্তার ও তাদের স্পাউস দের নিয়ে প্রাণবন্ত অনুষ্ঠানে দ্বৈত সংগীত পরিবেশনা, কৌতুক, অতিথিদের হাসপাতাল নিয়ে স্মৃতিচারণ সবাই উপভোগ করেন। ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।