পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান

স্বর্ণালংকারসহ তিন পাচারকারী আটক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংঙ্কারসহ তিন পথচারী আটক করা হয়েছে। কোস্ট গার্ড আরো জানায়, তকি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিদেশ হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে চট্টগ্রামে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক এন্টি স্মাগলিং কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম তানজিমুল ইসলাম মজুমদার, (ট্যাজ), বিএনের নেতৃত্বে চট্টগ্রাম বিমানবন্দর-সংলগ্ন বিমানবন্দর টু পতেঙ্গা সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা সিসিএমসির সামনে দিয়ে চলমান একটি মাইক্রো এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে মাইক্রোটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক উক্ত মাইক্রোটি থামাতে সক্ষম হয়। পরবর্তীতে, মাইক্রোটি তল্লাশি করে সিটের ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ পিস স্বর্ণের চুড়ি, ৪৯ পিস স্বর্ণের আংটি (সর্বমোট ১০০০ গ্রাম), একটি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন, ১৬ কার্টুন ডানহিল সিগারেট জব্দ করা হয়। এ সময় ড্রাইভারসহ মাইক্রোতে থাকা তিনপাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা সবাই চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা।