অসদুপায় অবলম্বন করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ৪১ পরীক্ষার্থীকে শাস্তি দিয়েছে বরিশাল শিক্ষাবোর্ড। এর মধ্যে ৩৩ জনকে বহিষ্কার, সাতজনের ২ বছরের ও একজনকে ৩ বছরের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৩ সালের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। তিনি জানান, শৃঙ্খলা কমিটির ৪০তম সভার সিদ্ধান্ত অনুসারে অসদুপায় অবলম্বনকারীদের অপরাধ বিবেচনায় শাস্তি দেওয়া হয়েছে।
অপরাধের ধরন ও প্রকৃতি অনুযায়ী দোষী সাব্যস্ত করে ক, খ ও গ শ্রেণিভুক্ত করা হয়েছে। ক শ্রেণিভুক্ত ৩৩ জন ছাত্রের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। খ শ্রেণিভুক্ত ৭ দোষী ছাত্রের ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। গ শ্রেণিভুক্ত দোষী হয়েছে একজন ছাত্র। তার ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া তিনি ২০২৪ ও ২০২৫ সালের পরীক্ষায়ও অংশ নিতে পারবেন না। রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন।