ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দূষণ হলে ব্যবস্থা নেবে ডিএসসিসি

উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দূষণ হলে ব্যবস্থা নেবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নির্মাণ বা মেরামত কাজের জন্য বায়ুদূষণ হলে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএসসিসি। গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি বিষয়টি অনুমোদন দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, ডিএসসিসির আওতাধীন বা মেরামত কার্যক্রমের জন্য রাস্তা ও ফুটপাত খোঁড়াখুঁড়ি, বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে যারা জড়িত তাদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব প্রকল্পের মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টি হলে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত