মহাকাশ বিষয়ে বালকের বিস্ময়কর বক্তৃতা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গতকাল ‘সৌরজগতের রহস্য’ শীর্ষক বিশেষ বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়। এতে উপস্থাপক ছিলেন ক্ষুদে শিক্ষার্থী রাশিদ আহমেদ নাজমুস সউদ। ৯ বছর বয়সি সউদ কুমিল্লার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। মহাকাশ বিজ্ঞানে অপার কৌতূহলী নাজমুস সউদ এরইমধ্যে নাসা’র জুনিয়র পাইলট প্রোগ্রাম কোর্স সম্পন্ন করেছে। নিজের স্কুলের পড়াশোনার পাশাপাশি বর্তমানে সে মহাকাশ বিজ্ঞানের ওপর কৌতূহলী হয়ে জ্ঞানার্জন করছে। তার বক্তৃতা শুনে বিস্ময়াভিভূত হয় ঢাকার শহীদ লে. সেলিম শিক্ষালয়ের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। বিজ্ঞান বক্তৃতায় বালক সউদ সৌরজগতের নানা বিষয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা প্রদান করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জানায়, সৌরজগতের বিভিন্ন গ্রহ-নক্ষত্র নিয়ে তার জ্ঞান প্রশংসনীয়।