বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশিক্ষণ বিভাগ বিএটিসি ক্যাম্পাসে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর (ইঅঋ) ৩০ জন কর্মকর্তাকে বিপজ্জনক পণ্য প্রবিধান (উএজ) এর উপর ৩ দিনের প্রশিক্ষণ সফলভাবে পরিচালনা করেছে। এই উএজ প্রশিক্ষণ তাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য বাধ্যতামূলক। বিমান জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং ডিভিশন বিএটিসি প্রতি বছর তাদের জন্য এভিয়েশন কোর্সে প্রশিক্ষণ সেশনের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হতে পেরে গর্বিত। নিরাপদ ও সফল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিএএফ-এর অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা জানায়।