ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ শতাংশ সুবিধা-বোনাসের দাবি

নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের
পাঁচ শতাংশ সুবিধা-বোনাসের দাবি

পাঁচ শতাংশ সুবিধা এবং এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) বোনাসের দাবিতে চার দিনব্যাপী কর্মসূচির মধ্যে গত মঙ্গলবার দ্বিতীয় দিনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিবিএ) আয়োজনে গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরের হেতম খাঁ এলাকায় থাকা নেসকোর প্রধান কার্যালয় প্রাঙ্গণে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রভাস কুমার আচার্য। বক্তব্য রাখেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক শামীম উদ্দীন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক আঁখি ইকবাল, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অঞ্জন কুমার মিত্র ও আইনবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত