ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি ভিসির সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাবি ভিসির সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট প্রোগ্রামের উপ-পরিচালক মি. ব্রেন ফ্লানিগান গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ঢাবি জানায়, সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।

মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট প্রোগ্রামের উপ-পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন এবং এক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিশেষজ্ঞ প্রেরণের আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট প্রোগ্রামের উপ-পরিচালককে ধন্যবাদ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত