ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুনাকের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শীতবস্ত্র বিতরণ

পুনাকের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শীতবস্ত্র বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঢাকা জেলার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় কেরানীগঞ্জের আমান ফাউন্ডেশন মাঠে কেরানীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঢাকা জেলার সভানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় আজকে অটিজম মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূলধারায় ফিরে আসছে। সবার সহোযোগিতা পেলে ওরাও অন্য সুস্থ বাচ্চাদের মতো সমাজ এবং দেশের সম্পদে পরিণত হবে। পুনাকের ঢাকা জেলার সভানেত্রী রেজওয়ানা রহমান বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ও সামাজিক বাধা নিরসনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। কেরানীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. জাকির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরু আলম ( প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপ্স), কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত