টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সমাজের অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়গুলো অধিকতর গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (অতিরিক্ত দায়িত্ব) ইউজিসি জানায়, চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ২য় ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রফেসর আলমগীর বলেন, সমাজের অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে বাদ দিয়ে এসডিজির লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না। এসব জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তাদের কল্যাণ, উন্নয়ন ও অধিকার সুরক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এসব জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং দ্বৈত মানসিকতা পরিহার করতে হবে। এক্ষেত্রে এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে তিনি জানান। ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন করতে হলে শুদ্ধাচার চর্চা করতে হবে। ইউজিসির উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্টরা অংশগ্রহণ করেন।