পুঠিয়ার মঙ্গলপাড়ায় পুকুর খনন দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

তিন ফসলি জমিতে অবৈধ্যভাবে জোরপূর্বক পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর পুঠিয়ার মঙ্গলপাড়ার কৃষকরা। গত মঙ্গলবার বিকালে রাজশাহী জেলার উপজেলার মঙ্গলপাড়া মাঠে মানববন্ধনের আয়োজন করেন মঙ্গলপাড়া, দীঘিরপাড় ও গোড়াগাছী গ্রামের কৃষকরা।

তবে এই পুকুর খননকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। মানবন্ধন বন্ধ করার জন্য আফজাল নামের এক ব্যক্তি ঘটনাস্থলে এসে উত্তেজনা সৃষ্টি করে। যে কোনো সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। তাই আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, গত রোববার রাতে দালালেরা রাস্ত থেকে ফসলি জমিতে ভেকু মেশিন নামায়। থানা পুলিশকে খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে এসেও কোনো ব্যবস্থা নেননি। আজও মানববন্ধনের উদ্দেশ্যে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে। পুকুর খননকারী দালালের পক্ষে মঙ্গলপাড়া মসজিদপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেলুন ব্যবসায়ী আফজাল এসে উত্তেজনা সৃষ্টি করে। সাংবাদিকদের কাজেও বাধা সৃষ্টি করে।

খবর পেয়ে থানার এসআই আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু নিষেধ করে চলে যায়।