বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে ছাত্রী আহত
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিং থেকে পড়ে ছাত্রী জান্নাতুল ফেরদৌস (২৪) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ববি প্রক্টর আবদুল কাউয়ুম। আহতকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ববির ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার সৈয়দ মঞ্জিলের বাসিন্দা সৈয়দ আলাউদ্দিনের মেয়ে। ববি প্রক্টর ড. আবদুল কাউয়ুম জানান, প্রশাসনিক ভবন-২-এর তৃতীয় তলার রেলিংয়ে বসে ছিলেন ওই ছাত্রী। তখন মাথা ঘুরে নিয়ে পরে গিয়ে আহত হয় সে। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখন কিছু প্যাথলজি পরীক্ষার পর নিশ্চিত হয়ে চিকিৎসকরা বলতে পারবেন শরীরের অভ্যন্তরে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, আহত শিক্ষার্থী ববির ওই ভবনের রেলিংয়ের উপর বসেছিলেন। সেখান থেকে মাথা ঘুরে নিয়ে পড়ে গিয়ে আহত হয়েছে সে। এখন তার অবস্থাশঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।