আনসার ব্যাটালিয়নের ২৪তম ব্যাচ মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের এবং আনসার ব্যাটালিয়নের ২৪তম ব্যাচ নবীন সদস্যদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো: নূরুল হাসান ফরিদী, উপমহাপরিচালকবৃন্দ ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আনসার জানায়, প্রশিক্ষক ৭৫ জন ও প্রশিক্ষিকা ২১৯ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মোছা: কাশমিরা আক্তার, সেরা ফায়ারার ও চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন ইতি আক্তার।
মোট ৭৮৮ জন নবীন আনসার ব্যাটালিয়নের সিপাহি প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মো: রুহুল আমিন, সেরা ফায়ারার ও চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মো: নাঈম। উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা তৃণমূলের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখছে।