কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপিত
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং নজরুল গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নাটমণ্ডলে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, নাট্য পরিবেশনা প্রভৃতি।
ঢাবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফাতেমা কাওসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।