৩৭তম বিএসএম বার্ষিক সম্মেলন শুরু

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘জলবায়ু পরিবর্তন এবং জীবাণু’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টসয়ের (বিএসএম) ৩৭তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগিতায় এ সম্মেলন আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্টসয়ের (বিএসএম) সভাপতি অধ্যাপক ড. ডোনাল্ড জেমস গোমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মজিবুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসএময়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ারা বেগম। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বাংলাদেশের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা এক অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে, আবার এক অঞ্চলে হ্রাস পাচ্ছে। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। ভিসি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে সময়োপযোগী সম্মেলন আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।