আশ্রয়ণ প্রকল্পের আওতায় গত ১৫ বছর রংপুর বিভাগের ৮ জেলায় ৫২ হাজার ৩৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। রংপুর বিভাগের তিনটি জেলাকে এরই মধ্যে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনমুক্ত এই তিন জেলা হলো পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাকে পর্যায়ক্রমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান ২০২৩ সালে রংপুর জেলার তারাগজ্ঞ উপজেলা কে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে রংপুর অন্যান্য ৭ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ১৯৯৭ আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পবিরারের স্বামী-স্ত্রীর যৌথ মালিকানায় বিনামূল্যে দুই শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়। ১৯৯৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত ৮ লাখ ৪৭ হাজার ২০টি ভূবিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীর সংখ্যা প্রায় ৪৩ লাখ। পৃথিবীর ইতিহাসে বিনামূল্যে এত জমিসহ গৃহ প্রদানের ঘটনা দ্বিতীয়টি নেই। বর্তমানে বাংলাদেশে ৩২টি জেলা ও ৩৯৪টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত। ভূমিহীন ও গৃহহীন বিপুলসংখ্যক মানুষকে পুনর্বাসনের ফলে বাংলাদেশের চরম দারিদ্র্য ও ভাসমান মানুষের সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে কমিয়েছে।