সিলেট প্রবাসী কল্যাণ সেল আরো কার্যকর করা হবে

প্রতিমন্ত্রী শফিক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রবাসীরা জমাজমা নিয়ে বেশি হয়রানির শিকার হন। যে কারণে সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে প্রবাসীকল্যাণ সেল আরো কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রবাসী কল্যাণ সেল আরো শক্তিশালী করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক নেতাদেরও অন্তর্ভুক্ত করা হবে। গতকাল শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা আগে বিমানবন্দরে বেশি হয়রানির হতেন।

সেটি এখন অনেকটা কমেছে। এরপরও বিমানবন্দরে কোনোভাবেই যাতে প্রবাসীদের হয়রানির না করা হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অপরিহার্য। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত অগ্রযাত্রা বিশ্বের দরবারে তুলে ধরে দেশের উন্নয়নে অবদান রাখছেন।

এজন্য সংবাদপত্র একটি দেশের চতুর্থ ভিত্তি হিসেবে পরিচিত। শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল, শেষ হয়নি। সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেনের কাজ হচ্ছে। এসব কাজগুলো কোথায় হচ্ছে, কোথায় দেরি হচ্ছে, সেটি সরকারকে স্মরণ করিয়ে দিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।